আনোয়ারায় মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী স্মরণ সভায় বক্তব্য রাখছেন আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক
আনোয়ারা পাটনীকোঠা গ্রামে শ্রী শ্রী বাসন্তী মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে গত শুক্রবার বিকেলে মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তী স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। দিলীপ কান্তি রুদ্রএর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট চন্দন বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শিল্পপতি বাবলু ঘোষ বাবুন, উপজেলা অা’লীগের সহসভাপতি এডভোকেট হরিপদ চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাগর মিত্র,পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক চৌধুরী বাবুল, আনোয়ারা প্রেসক্লাবের সভাপতি এম অানোয়ারুল হক,প্রণব দাশগুপ্ত, ডাক্তার বাবলা দাশ,পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সেলিম, দক্ষিণ জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সভাপতি আলমগীর তালুকদার। গৌতম দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিকাশ দাশ, সুপঙ্কর রুদ্র, কাঞ্চন দাশ, তরুপ রুদ্র, মাষ্টার সমীর দাশ, দীপঙ্কর রুদ্র, অমিত রুদ্র, ভবতোষ চক্রবর্তী, কাঞ্চন চক্রবর্তী, ছোটন চক্রবর্তী, গৌতম চক্রবর্তী, রাজু দাশ যীশু দাশ, সৈকত শীল,জয় সূত্রধর, নয়ন সূত্রধর প্রমুখ।স্বরণসভায় বক্তারা প্রয়াত মুক্তিযোদ্ধা তপন চক্রবর্তীর বিভিন্ন কর্মকান্ডের চিত্র তুলে ধরে বলেন তার কর্মের মাঝে তিনি বেঁচে থাকবেন।তার মৃত্যুতে অপুরনীয় ক্ষতি হয়েছে।
Discussion about this post