মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ দোহাজীতে বিপুল পরিমাণ অস্ত্রসহ মোহাম্মদ আনোয়ার নামে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৮ জুলাই শনিবার দুপুর সাড়ে তিনটার দিকে দোহাজারী পৌরসভার হাতিয়া খোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।এসময় তার কাছ থেকে ৫টি ছোট-বড় ছুরি, একটি ধামা দেশীয় তৈরি একটি এক নলা বন্দুক, বন্দুকের বাট ছাড়া ৩টি নল, ৩টি চাপাতি, একটি ধামা উদ্ধার করা হয়। আটকৃত আনোয়ার পূর্ব হাতিয়া খোলা ঘিলাতলি এলাকার অলি আহম্মদের ছেলে।
চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আটককৃত আনোয়ার পাহাড়ি সন্ত্রাসীদের সঙ্গে সহযোগী হিসেবে কাজ করতো। তাদের সঙ্গে মিলে বাগানিদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করতো। গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।
Discussion about this post