আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারায় পৃথক অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ জুলাই) রাতে উপজেলার বটতলী ও আনোয়ারা সদর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, ১। বারখাইন ইউনিয়নের ঝিওরী কামাল মেম্বারের বাড়ীর মোঃ মনির(৪৭),২। বরুমছড়া সওদাগর দিঘীরপাড় এলাকার নুরুল আমিন(৩৪), ৩। পূর্ব বটতলী কালোয়াদিঘীর পাড় এলাকার মোঃ আবছার , ৪। চাতরী ইউনিয়নের রুদুরা গ্রামের মোঃ মঞ্জুরুল আলম (২৯), ৫। ডুমুরিয়া সেলিম মেম্বারের বাড়ীর মোঃ আজিম খান (৪০) ৬। রুদ্ররা ইব্রাহিম মিয়া উকিলের বাড়ীর মোঃ আঃ রহিম (৩৫) ।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনায় গতকাল দিবাগত রাতে ৬ জুয়াড়িকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়া এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চলমান থাকবে।
Discussion about this post