মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ –
চট্টগ্রামের চন্দনাইশে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ আবদুর রহিম (৩৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ২ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার পর তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোহাম্মদ আবদুর রহিম চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড মধ্যম গাছবাড়িয়া তালুকদার পাড়া এলাকার মরহুম লেদু মিয়ার মেঝ ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।স্থানীয়রা জানায়, সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে পাশ্ববর্তী ইবাদত খানায় বৈদ্যুতিক লাইনের সংযোগের কাজ করার সময় বিদ্যুতায়িত হন মোহাম্মদ আবদুর রহিম। সঙ্গে সঙ্গে উদ্ধার করে তার পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার ইয়াছিন তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Discussion about this post