অধিকার ডেস্ক : আনোয়ারায় জুয়া খেলার সময় ৪ জুয়াড়ি ও এক মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ জুলাই) রাতে ও শনিবার (২ জুলাই) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন- পশ্চিম গহিরা গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সৈয়দ নুর (৪৫), জুইদণ্ডী গ্রামের মো. হোসেনের ছেলে নাজিম (২৪), বটতলী মাঝেরপাড়া এলাকার জাকের সওদাগরের ছেলে মো. রুবেল (২৭) ও লেদু মিয়ার ছেলে মো. শাহাজাহান (৩২)। তাদেরকে জুয়া খেলার সময় হাতেনাতে আটক করা হয়।
এদিকে শুক্রবার রাতে বটতলী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কালু সিকদার বাড়ির ছগির আহমদের ছেলে রফিককে মাদক সেবন করার সময় আটক করে পুলিশ।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মেদ বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়ি ও ১ মাদকসেবীকে হাতেনাতে আটক করা হয়েছে
Discussion about this post