অধিকার ডেস্ক :চট্টগ্রাম, ফটিকছড়ি, ব্রাহ্মণ পাড়া, নারায়ণ মন্দির সম্প্রসারণ কমিটির উদ্যোগে ২৯ শে জুন বৃহস্পতিবার মন্দির প্রাঙ্গণে বিশ্ব শান্তি ও মানব কল্যাণে গীতাপাঠ ও নারায়ণ পূজার আয়োজন করা হয়। সকাল ১০টায় এলাকার যৌথ উদ্যোগে ব্রাহ্মণ পাড়া নারায়ণ মন্দিরের পুনঃনির্মাণের ভিত্তিপ্রস্থ স্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে গীতা পাঠ, ভোগ নিবেদন, প্রসাদ আস্বাদন করা হয়। হাজার হাজার ভক্তের আগমনে মুখরিত হয় মন্দির প্রাঙ্গন যা পরিণত হয়েছিল সনাতনী মিলন মেলায়। এতে গীতা পাঠ পরিবেশন করেন প্রখ্যাত গীতা পাঠক উজ্জলানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং মন্দির পুনঃনির্মাণ কমিটির সকল সদস্যবৃন্দ। এতে আরো বক্তব্য রাখেন বিধান চক্রবর্তী, রতন চক্রবর্তী, মাধব চক্রবর্তী, জয়সেন তালুকদার, ডাঃ বিজন চন্দ্র তালুকদার। উক্ত অনুষ্ঠানের মহারাজ উজ্জ্বল আনন্দ ব্রহ্মচারী মহারাজ সহ এই সময় বক্তব্য রাখেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সভাপতি বিধান চক্রবর্তী। তিনি বলেন, নারায়ণ মন্দির পুনঃনির্মাণ জন্য দুলাল চক্রবর্তী এবং হারু চক্রবর্তী দুইজনেই আমাদেরকে স্বেচ্ছায় ভূমি দান করেছেন। আমরা সকলের সহযোগিতা পেলে আগামী ১৮ ই আগস্ট পুরাতন মন্দির ভেঙে নতুন মন্দির নির্মানের জন্য কাজ শুরু করবো। ইতোমধ্যে মন্দিরের নকশা হয়েছে। সকল সনাতনী ভক্তদের ব্রাহ্মণপাড়া নারায়ণ মন্দির পুনর নির্মাণ করার অর্থ দান করতে আহ্বান জানানো হয়। এছাড়াও অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া নারায়ণ মন্দির সম্প্রসারণ কমিটির সদস্য সচিব সুব্রত চক্রবর্তী, অর্থ সম্পাদক শচিন্দ চক্রবর্তী, আহ্বায়ক কমিটির লিটন চক্রবর্তী, খোকন চক্রবর্তী, উৎপল চক্রবর্তী, বিকাশ চক্রবর্তী, রাজন দে, টিটু তালুকদার, চয়ন দে, নয়ন চক্রবর্তী, শিপন চক্রবর্তী সহ প্রমূখ।
Discussion about this post