সিনিয়র রিপোর্টার মোঃ আব্দুর রাজ্জাক :
বরিশালের কোতোয়ালীর শের-ই-বাংলা মেডিকেল কলেজের, ৪র্থ শ্রেণী কোয়ার্টার, ১১নং ওয়ার্ডের, এক হিন্দু নাবালিকা কিশোরী ঐশি সাহা (১৩) কে গত (২২ মে ২০২৩) অপহরণ করে ধর্মান্তর করে বিয়ে করেছে বলে জানা গেছে।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, এজাহার ও ঘটনার বিবরণে জানা যায়, অপহৃত ঐশি সাহা (১৩) উপজেলার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৭ম শ্রেনীতে পড়া লেখা করতেন, কামরুল নাবালিকা স্কুল ছাত্রীকে যাওয়া আসার পথে উত্যক্ত করা সহ প্রেম নিবেদন করিয়া আসিতেছিল। উক্ত ছাত্রী তার মাকে বিষয়টি জানাইলে, তখন ছাত্রীর মা বিষয়টি কামরুলের অভিভাবক কে জানায়। কামরুল বিষয়টি জানিতে পারিয়া ছাত্রীর উপর আরও ক্ষিপ্ত হয় এবং সুযোগ খুঁজতে থাকে এরই ধারাবাহিকতায় উক্ত তারিখ সকাল অনুমান ০৯:৩০ মিনিট সময়ে ঐশি বাসা হইতে বাহির হইয়া উপজেলার ১১নং ওয়ার্ড শের-ই-বাংলা মেডিকেল কলেজ ৪র্থ শ্রেণী কোয়ার্টার এর সামনে পাকা রাস্তার উপর পৌঁছাইলে পুর্ব হতে ওৎপেতে থাকা কামরুল ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক সিএনজি গাড়ীতে তুলে রুপাতলীর দিকে নিয়া যাওয়ার সময়ে ছাত্রীর ডাক চিৎকারে আশেপাশে থাকা স্থানীয় কতিপয় লোকজন উক্ত ঘটনা দেখতে পায়। পরে ঐশির পরিবারের লোকজন খবর পেয়ে, বরিশাল শহরের বিভিন্ন স্থানে খোঁজা খুঁজি করে তাদের মেয়ে ঐশির কোন সন্ধান পায় না।
পরবর্তীতে আরও অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে, এবিষয়ে অপহৃতের মা সুভদ্রা রানী(৩৪) বাদী হয়ে কোতোয়ালী থানায় গত (২৫ জুন ২০২৩) দুই জনকে আসামি করে একটি অপহরণের মামলা দায়ের করেন।
আসামিরা হলেন, উপজেলার,চন্ডিপুর হাওলাদার বাড়ীর, ১। ইউনুছ হাওলাদারের পুত্র মোঃ কামরুল ইসলাম (২৪), ২। কামরুলের বাবা ইউনুছ হাওলাদার।
অপরদিকে কামরুল ইসলাম, ১৩ বছরের ঐশি সাহা কে অপহরণ করে গত (২৩ মে ২০২৩) বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/নোটারী পাবলিক কার্যালয়ে ধর্মান্তরিত করে একটি বিয়ের হলফনামা তৈরি করেন। ঐশী সাহা্র নিবন্ধন অনুযায়ী জন্ম তারিখ হচ্ছে, ৭ এপ্রিল ২০১১ ইং আর হলফনামায় বয়স দেখানো হয়েছে, ১৯ বছর, ধর্মান্তরিত করে নাম রাখা হয়েছে এশা আক্তার।
বি ডি এম ডাব্লুর সভাপতি, পুলিশের উদ্ধতন অফিসার ও থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর সাথে উক্ত ঘটনার বিষয়ে মোবাইল ফোনে আলাপ করলে তিনি বলেছেন মামলা নেয়া হয়েছে, আসামিদের ধরার চেষ্টা হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত নাবালিকা ছাত্রী উদ্ধার হয়নি কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
বি ডি এম ডাব্লুর সভাপতি, এহেন নাবালিকা মেয়েকে ধর্মান্তরিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং আরও বলেন ১৩ বছরের মেয়ে স্বেচ্ছায় ধর্মান্তরিত হয় কিভাবে? দেশের প্রচলিত আইন-আদালত কি এটাকে সমর্থন করেন? ১৩ বছরের নাবালিকা মেয়েকে কাজীই বা কিভাবে বিয়ে পড়িয়েছেন ।
Discussion about this post