আনোয়ারা প্রতিনিধি : অন্যায়কারী আমার দলের লোক হলেও তাকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি আরো বলেন,আমার দলের যত বড় নেতাই হোক অন্যায় করলে তার জন্য দ্বিগুণ শাস্তির ব্যবস্থা করা হবে। কোন ছাড় দেওয়া হবেনা।তিনি আজ শুক্রবার দুপুরে আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ খোশাল তালুকদার বাড়ি জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখানে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।তিনি আরো বলেন, মাদক, জুয়াসহ বিভিন্ন অপকর্মে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বাড়িঘর এমন ভাবে নির্মাণ করতে হবে যাতে করে ড্রেনের পানি নিজেদের বাড়িঘরে না উঠে।পুলিশ ফাঁড়ির সদস্যের বিষয়ে বিভিন্ন অনিয়মের কথা জানেন বলে উল্লেখ করে ভূমি মন্ত্রী বলেন, আমি সব খবর রাখি। কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেওয়া হবে না। অন্যায়কারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশ দেন ভূমিমন্ত্রী।
ভূমি মন্ত্রী আরো বলেন, উন্নয়নের দায়িত্ব আমি নিলাম।’ পবিত্র ঈদুল আজহার উপলক্ষে তিনি এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় করেন।এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক ( ভারপ্রাপ্ত) ফজলুল করিম চৌধুরী বাবুল, সহসভাপতি আনোয়ার হোসেন,আনোয়ারা থানার নবাগত অফিসার ইনচার্জ সোহেল আহমেদ , যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, সহ অনেকে উপস্থিত ছিলেন।
Discussion about this post