শেখের মেয়েকে ধন্যবাদ জানাই, সাথে আমাদের বাবু মিয়ার ছেলে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে খুশি চট্টগ্রামের আনোয়ারার গুচ্ছ গ্রামের সবকটি পরিবার। এবার তাদের শুধু বিশুদ্ধ পানির চাহিদা এমনটি জানিয়েছেন গুচ্ছ গ্রামের বাসিন্দারা।
উপজেলার বরুমছড়া ইউনিয়নের গুচ্ছ গ্রাম ঘুরে দেখা যায়,ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো এসব ঘর পেয়ে স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করছে। কিন্তু থাকা খাওয়ার কোনো সমস্যা না থাকলেও বিশুদ্ধ পানি সংকটে কষ্ট পোহাতে হচ্ছে তাদের। পুরো গ্রামে মাত্র একটি টিউবওয়েল হওয়ায় খাবার পানির জন্য যেতে হচ্ছে ঘর থেকে অনেকটা দূরে।
ফরিদা ইয়াসমিন নামের গুচ্ছ গ্রামের এক বাসিন্দা জানান,প্রধানমন্ত্রী এবং ভূমি মন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানায় আজ তাদের জন্য আরামে জীবন যাপন করতে পারছি। এখন শুধু একটাই চাওয়া পাওয়া তারা যদি আমাদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দিত!
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ বলেন,জন স্বাস্থ্য অধিদপ্তর থেকে গুচ্ছ গ্রামের জন্য প্রতি দশ ঘরে একটা করে ডিপ টিউবওয়েল বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে একটা স্থাপন করা হয়েছে বাকি গুলো শিঘ্রই করা হবে।
Discussion about this post