মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে চ্যারিটি সংঘটনের উদ্যোগে প্রায় ১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। চ্যারিটি সংগঠনের ঘোষণা অনুযায়ী ২০২৩ সালের গাছের চারা লাগানোর বিশেষ দিবসে বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এসব চারা বিতরণ করা হয়। সংগঠনের সদস্যদের বৈঠকের মধ্য দিয়ে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।২৭ তারিখ মঙ্গলবার চ্যারিটি সংগঠনের সদস্যদের হাতে গাছের চারা তুলে দেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু বলরাম চক্রবর্তী, চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের প্রচার সম্পাদক ও জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি মোঃ ওমর ফারুক। এসময় চ্যারিটি সংগঠনের সভাপতি মিশন দেব, সহ-সভাপতি রিয়াজ উদ্দিন, সাধারণ সম্পাদক ইশরাক ফারহান, যুগ্ন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ, অনলাইন সম্পাদক অভি, যুগ্ন অনলাইন সম্পাদক রনি, প্রচার সম্পাদক সৌরভ মহাজন, মহিলা সম্পাদক নাজিফা, যুগ্ন মহিলা সম্পাদক নুরফা, মহিলা সহ-সম্পাদক সাদিয়া, প্রমুখ। বৃক্ষরোপনের মাধ্যমে পরিবেশ রক্ষা ও প্রান্তিক মানুষের ফলের চাহিদা মেটানোর লক্ষ নিয়ে চ্যারিটি সংঘটনের পক্ষ থেকে চন্দনাইশ উপজেলার বরমা, বরকল ইউনিয়ন সহ প্রত্যেক ইউনিয়নে চলতি মৌসুমি গাছের চারা বিতরণ করা হবে বলে চ্যারিটি সংঘটনের পক্ষ থেকে জানানো হয়।
Discussion about this post