মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশে কেন্দ্রীয় কমিটির নির্দেশে সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ চন্দনাইশের উদ্যোগে গত ১৪ জুন চট্টগ্রামের খাস্তগীর স্কুল সংলগ্ন দেওয়ালে স্হাপিত বঙ্গবন্ধুর মুরাল ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জুন) সকাল ১১ টায় মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরুর নেতৃত্বে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এই বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যথাক্রমে আমিনুল হক, আবুল মনসুর,জয়নুল আবেদিন, আব্দুর রশিদ, রতন কুমার নাথ, আহমদ শফি, জসিমউদ্দিন চৌধুরী, আবুল কাসেম, আয়ুব আলী, মাহমুদুর রহমান প্রমুখ।আলোচনা সভায় বক্তারা বলেন, তথাকথিত তারুন্যের সমাবেশে বিএনপি নেতাদের উস্কানিমূলক বক্তব্যের কারণে মুক্তিযুদ্ধের পরাজিত শত্রুরা এসব ঐতিহাসিক স্মৃতিগুলো ধ্বংস করার জন্য অরাজকতা সৃষ্টি এবং জাতিকে বিভ্রান্তি করার বৃথা চেষ্টা করেছে। বীর মুক্তিযোদ্ধারা ১৪ জুনের এহেন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
০১৮১৯১১৮৪৮৫
Discussion about this post