প্রেস বিজ্ঞপ্তি :
বৃহত্তর চট্টগ্রামের দৈনিক সাঙ্গু পত্রিকার পটিয়া উপজেলা প্রতিনিধি ও সি-প্লাস টিভির কর্ণফুলী উপজেলা প্রতিনিধি মো. গিয়াস উদ্দিনের মা মোছাম্মৎ জয়নাব বেগম (৬৫) আর নেই। (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)
রবিবার (১৮ই জুন) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দীর্ঘদিন থেকে জয়নাব বেগম কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। সোমবার (১৯ই জুন) সকাল ১০টায় নামাজের জানাজা শেষে নিজ গ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের গড়িলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয় । মৃত্যুকালে তিনি ছয় ছেলে, চার মেয়ে রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন আনোয়ারা সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা জয়নাব বেগমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Discussion about this post