আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম শাহ মোহছেন আউলিয়া (রহ.)’র বার্ষিক ওরশ আজ মঙ্গলবার (২০ জুন)। প্রতি বছর আষাঢ় মাসের ছয় তারিখ এই ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ ভক্ত অনুরক্তদের আগমন ঘটে।
এবার ওরশ উপলক্ষে খতমে কোরআন, মিলাদ মাহফিল, ধর্মীয় আলোচনা, আখেরি মোনাজাত,তাবারুক বিতরণসহ নানান আয়োজন করা হয়েছে বলে জানান দায়িত্বরত মোতায়াল্লিরা।
গতকাল সরেজমিনে মাজারের আশপাশের এলাকা ঘুরে দেখা যায়, ওরশ উপলক্ষে দূর-দূরান্ত থেকে ভক্তরা মান্নতের পশু নিয়ে আসতেছে। আশেপাশে এলাকাকে সাজানো হচ্ছে বিভিন্ন লাইটিং এর মাধ্যমে। ওরশ উপলক্ষে বসছে বিভিন্ন অস্থায়ী দোকানপাট।
এদিকে ওরশ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুটপাত পরিস্কার করতে অভিযান চালানো হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা।
ওরশের সার্বিক বিষয় নিয়ে মাজারের প্রধান মুতায়াল্লী ফজলুল করিম জানান, ওরশের সব আয়োজন শেষ হয়েছে। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে। স্থানীয় ইউপি চৌকিদার রয়েছে। আশা করি সুশৃঙ্খলভাবে ওরশ শেষ হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাছান বলেন, ওরশ উপলক্ষে পুলিশ লাইন থেকে অতিরিক্ত ২০জন পুলিশ আনা হয়েছে। এছাড়া থানার পুলিশ সদস্যরাও দায়িত্বে রয়েছে। ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট পরিস্কার করতে কাজ করে যাচ্ছে।
এই বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক ইমন জানান, মোহছেন আউলিয়ার ঔরস যাতে সুন্দর ও সুষ্ঠু ভাবে শেষ হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
উল্লেখ্য যে, বাংলার সুফি মতবাদের অন্যতম প্রবর্তক হযরত শাহ্ মোহছেন আউলিয়া (র.) প্রায় ৭০০ বছর পূর্বে সুদূর আরব থেকে ইসলাম প্রচারে চট্টগ্রামে আগমন করেন। এবং চট্টগ্রামের আনোয়ারায় তার আস্তানা গড়ে তোলেন। এ মহান সাধক দীর্ঘদিন ধরে এবাদত রেয়াজতে মগ্ন অবস্থায় ৯৮৫ হিজরি ৯৭১ বাংলা ৬ আষাঢ় ১৫৬৫ সনে মৃত্যুবরণ করেন। এরপর থেকে প্রতি বছর ২০ জুন ৬ আষাঢ় বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়ে থাকে।
Discussion about this post