মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ১৭) এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ জুন বুধবার বিকালে উপজেলাস্থ গাছবাড়িয়া সরকারী স্কুলের মাঠে উক্ত ফুটবল টুনামেন্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনী সূচনা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো,বরমা ইউনিয়ন পরিশদের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু,মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সাহা, প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন,প্রাথমিক শিক্ষা ইনস্ট্রাক্টর আক্তার সানজিদা জাফর পপি,এসআই খলিল,এ এস আই এনামুল হক,চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের যুগ্ম-সম্পাদক এম এ মুমিন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আবির,প্রচার সম্পাদক মো.ওমর ফারুক, কাঞ্চনাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হন বরমা ইউনিয়ন একাদশ বনাম জোয়ারা ইউনিয়ন একাদশ। উক্ত অনুষ্টানে ভাষ্যকার ছিলেন মাস্টার আব্দুল মান্নান।
Discussion about this post