আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে মোসাম্মৎ তাবাসসুম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার(১৩ জুন) সকালে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ধইয়া মাঝির বাড়ীতে এ দুর্ঘটনা ঘটে। মৃত তাবাসসুম ওই এলাকার মোহাম্মদ ফোরকানের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, সকালে বাড়ির বাইরে খেলতে যায় শিশু তাবাসসুম। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত্যু ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, পুকুরের পানিতে ডুবে ঐ শিশুর মৃত্যু হয়েছে।
Discussion about this post