আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধব-১৭) খেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ জুন) দুপুর দুইটাই উপজেলা প্রশাসনের আয়োজনে সিইউএফএল স্কুল এন্ড কলেজ মাঠে এউ টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে টুনার্মেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিমনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌস হোসাইন, উপজেলা কৃষি অফিসার রমজান আলী, থানার উপ পরিদর্শক আতাউল গনি, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান, বরুমছড়া ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শামসুল হক চৌধুরী, বারশত ইউনিয়ন চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ্, বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান নোয়াব আলী, চাতরী ইউনিয়ন চেয়ারম্যান আফতাব উদ্দীন চৌধুরী সোহেল।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টে আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের ১১টি দল প্রতিদন্ধীতা করছেন।
Discussion about this post