আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারায় নারী ইন্স্যুরেন্স কর্মী ধর্ষণ মামলার পলাতক আসামি মো. আরিফকে (২৫) গ্রেফতার করেছে র্যাব ৭। গতকাল সোমবার নগরীর কোতোয়ালি থানার আসকারদীঘির পাড় থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নের গুন্দীপপাড়া গ্রামের হাজী আমির আলীর বাড়ির জাফরের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৭।র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুক্তভোগী একটি ইন্সুরেন্স কোম্পানীতে চাকুরীর সুবাধে আনোয়ারা এলাকায় বসবাস করে আসছে। গত ২৪ মে ভুক্তভোগী তার বাসা থেকে মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হলে রাত সাড়ে ১০টায় বারশত এলাকা থেকে একটি সিএনজি অটো রিকশায় উঠেন। সিএনজি চালক মো. নঈম কিছুদূর যাওয়ার পর পথিমধ্যে আরিফ, ফরহাদ এবং রাজুকে সিএনজিতে নেয়। পরে সিএনজি চালক এবং তার সহযোগী ৩জন ভুক্তভোগীকে একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
র্যাব আরও জানায়, র্যাব গোয়েন্দা নজরদারীর এক পর্যায়ে গোপন সূত্রে জানতে পারে যে, ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী আরিফ চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার আসকার দিঘীর দক্ষিণ পাড় এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব মঙ্গলবার (৫ জুন) ওই স্থানে অভিযান চালিয়ে আসামী মো. আরিফকে (২৫) আটক করে।
জিজ্ঞাসাবাদে আটক আসামী গণধর্ষণ মামলার ঘটনার সাথে জড়িত পলাতক আসামি বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। আটক আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post