আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আমীন শরীফ আজ ভারতের কোলকাতায় ‘মাহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড-২৩’ পুরস্কার গ্রহণ করবেন।
কলকাতায় সাউথ এশিয়া সোশ্যাল কালচারাল কাউন্সিল ও ইন্টারন্যাশনাল নন-কমিউনাল কাউন্সিল আয়োজিত ‘ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২৩’ অনুষ্ঠিত হবে আজ। এতে সমাজসেবায় সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি স্বরুপ ‘মাহাত্মা গান্ধী পীস এ্যাওয়ার্ড-২৩’ প্রদানের জন্য মোঃ আমীন শরীফকে মনোনীত করেছে সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও জুরি বোর্ড।
পুরস্কারে মনোনীত মোঃ আমীন শরীফ জানান, সমাজের মানুষের জন্য কাজ করে আসছি। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে মডেল ইউনিয়ন গড়ার লক্ষ্যে কাজ করছি। মানুষের জন্য কাজ করতে পারলে ভাল লাগে। সমাজসেবায় সফল ও শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি স্বরুপ আন্তর্জাতিক পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় আমি আনন্দিত। এই পুরস্কার আমার কাজের গতিকে আরো বাড়িয়ে দিবে।
Discussion about this post