আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রশাসন মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জহির নামের এক করাতকল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে।
সোমবার (০৫ জুন) বিকেল ৫টায় উপজেলার হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানের বিষয়ে তিনি জানান, মালঘর বাজারে করাতকলের গাছ রাস্তায় ফেলে রাখার ফলে দূর্ঘটনার সৃষ্টি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে করাতকল বিধিমালা অনুযায়ী আইন লংঘন এবং গণ উপদ্রব সৃষ্টি করার জন্য দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০হাজার টাকা জরিমানা করা হয়।
Discussion about this post