কর্ণফুলী উপজেলায় ৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব–৭, চট্টগ্রাম। গত শনিবার কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। তার নাম মো. স্বপন (৩২)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার সিংরাই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন পাকা রাস্তার উপর বিশেষ চেক পোস্ট স্থাপন করা হয়। এ সময় সংকেত দিলে একটি বাস চেক পোস্টে থামে। তখন বাস থেকে এক ব্যক্তি একটি বাজারের ব্যাগসহ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় তার ব্যাগ থেকে এক লাখ টাকা দামের ৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
র্যাব–৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, স্বপন দীর্ঘদিন যাবৎ ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম ও কঙবাজার জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছিলেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post