অধিকার ডেস্ক : ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন ‘বিভিন্ন এলাকায় ছিনতাই, মারামারি, সন্ত্রাসী ও ধর্ষণের ঘটনা প্রতিরোধ করতে হবে। কোনো অপরাধীকে ছাড় নয়,সবাইকে আইনের আওতায় আনতে হবে।
শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সুপেয় পানি নিশ্চিত করতে সরকারের গভীর নলকূপগুলোর ব্যবহার নিশ্চিত এবং উপজেলার পরিবেশ বজায় রাখতে বর্জ্য ব্যবস্থাপনার নিশ্চিত করতে হবে।
উপজেলার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিয়মিত হাসপাতালে উপস্থিত থাকতে হবে। বিদ্যুৎ সমস্যা সমাধানে রাত ৮টার পর মার্কেট বন্ধ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে সকলকে।’
পরে ভূমিমন্ত্রী আনায়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৮ লাখ টাকার আসবাবপত্র ও ১৩টি মসজিদ-মন্দিরের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ১৩ লাখ টাকার চেক প্রদান করেন।
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন এর সঞ্চালনায়
আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য এস. এম আলমগীর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম মান্নান চৌধুরী, ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, সহকারী পুলিশ কমিশনার মো. কামরুল ইসলাম ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, উপজেলা প্রকৌশলী তসলিমা জাহান, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবুসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
Discussion about this post