মোহাম্মদ ওমরফারুক :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমাই শহীদ আব্দুস সবুর খানের জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয় শুক্রবার ২ জুন শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের ৭২ তম জন্মবার্ষিকী পালন করা হয় জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল শেষে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুস সবুর খানের কবরে পুষ্প মাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় এ সময় শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মোঃ জাহেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বরমা ইউনিয়ন আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরওয়ার কামাল, হামিদুর রহমান মুন্না, রিয়াদ, শাহেদ, হাবিব, মোহাম্মদ আলী, কলিম, এমরান, মাসুদ প্রমুখ এতে আরো এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন দোয়া ও জিয়ারত শেষে মোনাজাত পরিচালনা করেন কাজীবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ইমদাদ।
Discussion about this post