মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশে সীমানা নির্ধারণসহ নানা জটিলতার কারণে পৌরসভা ঘোষণা হওয়ার ৬ বছরেও হয়নি নির্বাচন । ৬ বছর পর বুধবার ৩১ মে দোহাজারী পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে এই পৌরসভায়।চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে ইসির উপ-সচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তফসিল ঘোষণা করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৮ জুন। মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রত্যাহারের শেষ সময় ২৫ জুন।এছাড়া পৃথক আরেকটি বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন অফিসারকে রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
Discussion about this post