গণটিকা কার্যক্রম এর উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহম্মেদ
সারা দেশের মত চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়ও গণটিকার কার্যক্রমের ২য় ডোজ উদ্ভোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭-সেপ্টেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদে এ গণটিকা কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ।
এসময় সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেবসহ সদর ইউনিয়নের পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্ভোধনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমেদ বলেন, ৭ আগষ্ট উপজেলার ১১টি ইউনিয়নের যাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। এবারও তাদেরকেই দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।
পরে দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি আনোয়ারার বিভিন্ন ইউনিয়নে টিকা কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি টিকা কার্যক্রমের বিভিন্ন দিক পরিদর্শন করেন এবং কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
আনোয়ারার ১১টি ইউনিয়নে একই ভাবে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রত্যেক ইউনিয়নের ১,২,৩ নং ওয়াডের নিবন্ধিত ৬০০ জনকে এ টিকা প্রদান করা হয়েছে।
Discussion about this post