মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশে হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ ইট ভাটা বিরোধী অভিযান পরিচালিত হয়েছে। এসময় একটি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং এস্কেভেটর দিয়ে দু’টি অবৈধ ভাটার চিমনিসহ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।সোমবার (২৯ মে) ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক’র নেতৃত্বে উপজেলার কাঞ্চনাবাদ এলাকার শাহ আলীরজা ব্রীকস, শাহ আমানত ব্রীকস ও পটিয়া ব্রীক্স নামক ইটভাটায় অভিযান চালানো হয় এসময় লাইসেন্স বিহীন ভাটা পরিচালনায় শাহ আমানত ব্রীকসকে ২০ লাখ টাকা জরিমানা, শাহ আলীরজা ও পটিয়া ব্রীকসের ইটাভাটা এস্কেভেটর দিয়ে চিমনিসহ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়৷ সহকারী কমিশনার ভূমি জিমরান মোহাম্মদ সায়েক বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুয়ায়ী অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা ও ইট ভাটার চিমনিসহ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে।অবৈধ ইট ভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।এসময় অভিযানে আরো অংশ নেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক উর্মি সরকার, চন্দনাইশ থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ বিভাগের সদস্যরা।
Discussion about this post