আনোয়ারা প্রতিনিধি :চট্টগ্রামের আনোয়ারায় পূর্বশত্রুতার জের ধরে ফিল্মিস্টাইলে ডাঃ মোহাম্মদ তানভীর চৌধুরী নামের এক এমবিবিএস ডাক্তার পরিবারের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। অপরিচিত ২০ থেকে ২৫ জন হেলমেড পরিহিত লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত এই হামলা চালায় বলে জানান স্থানীরা।
শনিবার (২৭) দিবাগত রাত ৮টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
এঘটনায় ডাঃ পরিবারের সদস্য হাসিনা আক্তার নামের এক ভুক্তভোগী বাদী হয়ে প্রতিবেশী শহিদুল ইসলাম (৪৫), জাহেদুল ইসলাম (৪০), রফিকুল ইসলাম (৫০),সহ অজ্ঞাতনামা ২৫/৩০ জনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সাথে দীর্ঘদিন ধরে জায়গাজমি নিয়ে বিরোধ চলে আসতেছিলো। কয়েক দফায় সামাজিকভাবে বিষয়টি সমাধান করার চেষ্টা করা হলেও তা সমাধান হয়নি। এরই মাঝে বিবাদীগন পরস্পর যোগসাজসে ধারালো দা, লোহার রঙ লোহার সাবল, হকিট্রিক পাঠি সোঠা সহ দেশীয় প্রানঘাতি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অজ্ঞাতনামা ২৫/৩০ জন নিয়ে অতর্কিত ভাবে হামলা শুরু করে ডাক্তারের পরিবারের উপর এবং বসতঘরে প্রবেশ করে বাড়ির মহিলা এবং শিশুদের উপর হামলা করে ঘরের জিনিসপত্র ভাংচুর করে লুটপাট করে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৮টার দিকে হঠাৎ অপরিচিত কতগুলো লােকজন এসে ডাক্তারের পরিবারের উপর হামলা করে। এতে চারদিকে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। পরে স্থানীয়রা ধাওয়া করলে সন্ত্রসীরা পালিয়ে যায়।
অভিযুক্ত শহিদুল হামলা বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা তাদের হামলা করিনি বরং তাঁরাই আমাদের উপর হামলা করে আমার ছোটো ভাইকে আহত করেছে। আমি এবিষয়ে থানায় অভিযোগ করেছি।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, জায়গাজমি নিয়ে এদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরে গত রাতে বসতঘরে হামলার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তিনি তদন্ত করে ব্যবস্থা নিবেন বলেও জানান।
Discussion about this post