চন্দনাইশ ( চট্টগ্রাম ) প্রতিনিধি ঃ চট্টগ্রামের চন্দনাইশে গরু চুরির প্রস্তুতিকালে চকরিয়ার জাকির হোসেনের ছেলে গাড়ীর হেলপার মোহাম্মদ শাহেদ( ৩১) নামে এক যুবককে একটি নম্বরবিহীন পিকআপসহ আটক করে স্হানীয়রা। ঘটনাটি ২৬ জুলাই ভোররাতে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আবু তালেব মুন্সির বাড়ী এলাকায় ঘটেছে। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ গরুচোর এবং আটক পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসে।
স্হানীয়সূত্রে জানা যায়, আবু তালেব মুন্সি বাড়ী এলাকায় গত কয়েকমাসে দফায় দফায় দোকান এবং গরু চুরি হওয়ায় এলাকাবাসী রাতে পাহারাদার নিয়োগ করে। শুক্রবার ভোররাতে চোরের উপস্থিতি টের পেয়ে পাহারাদার মোবাইল ফোনের মাধ্যমে এলাকার লোকজনকে অবহিত করে। এলাকাবাসী শোর চিৎকার করলে চোরের দল পালিয়ে গেলেও পিকআপসহ একজনকে আটক করে এলাকাবাসী।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, জনগনের হাতে ধৃত এক লোককে একটি পিকআপসহ আটক করে থানায় নিয়ে আসি, চুরি সংগঠিত হওয়ার আগে আটক হওয়ায় অন্যান্য চুরির মামলায় আটক দেখিয়ে রিমান্ডে এনে তথ্য বের করার চেষ্ঠা করবেন বলেও জানান তিনি।
Discussion about this post