পলাশ সেন – চট্টগ্রাম : বাংলাদেশ হিন্দু মহাজোট চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে ২৬ শে মে ২০২৩ ইং বিকাল ৪ ঘঠিকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে হিন্দু আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এই মানববন্ধন অনুষ্ঠানে হিন্দু মহাজোট বিভাগীয় কমিটির আওতাভুক্ত চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও দক্ষিন জেলার সকল সদস্য অংশ গ্রহন করেন। তাছাড়া বিভাগীয় কমিটির নির্দেশে সকল জেলা, উপজেলা পর্যায়ে একই দিনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত করেন। চট্টগ্রামের বিভিন্ন সংগঠনের মধ্যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, সনাতনী জাগরন সংঘ, রুদ্রজ ব্রান্মণ পুরোহিত সেবা সংঘ, নিঃস্বার্থ নব জীবন সংগঠন সহ সনাতনী সম্প্রদায় অংশগ্রহন করে একাত্নাতা পোষণ করেন। এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত বিভাগীয় কমিটির সভাপতি প্রকৌশলী নীপেষ রন্জন হোড়ের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কৃষ্ণপদ আচার্য্যর সন্ধালনায় বক্তব্যে রাখেন নির্বাহী সভাপতি হরিনারায়ণ ভট্টাচার্য্য, প্রধান সমন্বয়কারী এস.কে.আচার্য্য, যুগ্ন সম্পাদক পলাশ কান্তি নাথ, দয়াল সামন্ত সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বিশ্বাস, মিন্টু দে, সুজিত দাশ, পিংকু ভট্টাচার্য্য, প্রমুখ এবং মহানগর উত্তর ও দক্ষিণ জেলা ও বিভিন্ন উপজেলা ও থানা নেতৃবৃন্ধ। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব থেকে ভিবিন্ন সড়ক পদক্ষিন আন্দরাকিল্লা মোড়ে এসে বিক্ষোভ মিছিল শেষ হয়। সভায় বক্তারা অভিমত প্রকাশ করেন যে, কিছু সংখ্যক অনৈতিক, বিকৃত রুচির এনজিও কর্মীদের প্ররোচনায় পৈত্রিক সম্পত্তি নিয়ে হিন্দু বিধিবিধানে কোন বৈষম্য না থাকা সত্ত্বেও তারা নানা ভাবে অপপ্রচার চালিয়ে হিন্দু সমাজের অস্তিরতা সৃষ্টি করেছে। এই সব এনজিও কর্মীদের অপচেষ্টার কারনে ধর্ম নিরপেক্ষ বান্ধব বর্তমান সরকার ও প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই অবিলম্বে সংশ্লিষ্ট এনজিও সংস্থাগুলির নিবন্ধন বাতিল করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন।
Discussion about this post