অধিকার ডেস্ক : নাটোর জেলার জিপিএ ৫ পাওয়া পিংকি রানী দারিদ্র্যতার কারণে অনার্সে ভর্তি হতে পড়ছেনা এরকম একটি নিউজ করেন ডিবিসি টেলিভিশন,
প্রতিবেদনটি দেখে আমরা তাৎক্ষণিকভাবে পিংকি রানীর পরিবারের সাথে যোগাযোগ করি এবং আমরা দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর পক্ষ থেকে পিংকি রানীর ভর্তি ও প্রথম বর্ষের বই এবং ড্রেস ও আনুসাংগীত খরচ বহন করার আশ্বস্ত করে থাকি,তারই ধারাবাহিকতায় পিংকি রানীর সকল খরচ বাবদ ১২৫০০ টাকা পিংকি রানীর পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে,এবং আমরা আশ্বস্ত করেছি সর্বদাই আমাদের সামর্থ্য অনুযায়ী পিংকি রানীর পাশে দাঁড়াবো, এসময় উপস্থিত ছিলেন দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশনের রাজশাহী বিভাগের প্রতিনিধি সজীব কুমার পলাশ দাদা এবং ডিবিস টেলিভিশনের রিপোর্টার ও পিংকি রানীর কলেজের দুইজন শিক্ষক।
দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এটা কোন সংগঠন নয় শুধুমাত্র অসহায় দারিদ্র্য সনাতনীদের জন্য একটি স্বেচ্ছাসেবামূলক ফাউন্ডেশন, আমাদের এই মহৎ কাজের সাথে দেশ-দেশের বাহির থেকে আপনারা কেউ যুক্ত হতে চাইলে হতে পারেন।
দারিদ্র্য সনাতনী কল্যাণ ফাউন্ডেশন এর মূল লক্ষ্য কন্যাদায়গ্রস্ত অসহায় হিন্দু পরিবারের সঙ্গে দাঁড়ানো, হিন্দু সম্পদায়ের অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানো, হিন্দু সম্পদায়ের অসহায় রোগাক্রান্ত রুগীদের চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।এবং হিন্দু সম্পদায়ের অসহায় পরিবারকে স্বাবলম্বী করার লক্ষ্যে তাদের মাঝে বরকী ছাগল বিতরণ করা।
Discussion about this post