আনোয়ারাবাসীকে ভূমি মন্ত্রীর আরেকটি উপহার, শুরু হচ্ছে নিউমার্কেট হতে আনোয়ারা পর্যন্ত বাস সার্ভস
চট্টগ্রামের ব্যস্ততম উপজেলা আনোয়ারার গণপরিবহনসংকট নিরসনে উপজেলা সদর থেকে নগরির নিউমার্কেট জিপিও পর্যন্ত স্পেশাল বাস নামানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম পিএবি সড়ক বাস মালিক সমিতি । এ সংক্রান্ত বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি(বিআরটিএ) রুট পারমিট দিয়েছে বলেও জানাযায়। চলতি মাসের ২৫ তারিখ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলে জানান বাস মালিক সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী। প্রাথমিকভাবে বাসগুলো আনোয়ারা সদর থেকে চাতরী চৌমহনী, শিকলবাহা ক্রসিং, মইজ্জ্যারটেক,ফিরিঙ্গী বাজার হয়ে নিউমার্কেট জিপিও পর্যন্ত চলাচল করবে। এর মাধ্যমে দীর্ঘদিনের জনদূর্ভোগের লাঘব হবে বলে ধারণা যাত্রীদের।
জানাযায়, পর্যটন এলাকা পারকি সমুদ্র সৈকত,কুরিয়ান ইপিজেড, চায়না অর্থনৈতিক জোন, ও কর্ণফুলী নদীর তলদেশে টানেলকে ঘিরে আনোয়ারা চট্টগ্রামের ব্যস্ততম উপজেলায় পরিণত হয়। স্থানীয় বিভিন্ন পেশায় নিয়োজিত ও বিভিন্ন শিল্প কারখানায় কর্মরত প্রতিদিন অন্তত লক্ষাধিক মানুষ চট্টগ্রাম নগর ও দেশের বিভিন্ন জেলা উপজেলায় যাতায়াত করে। কিন্তু আনোয়ারায় বটতলী,ছাত্তারহাট,মালঘর বাজার ও চাঁদপুর বাস স্টেশনে মালিক সমিতি ৮০ টি বাস সার্ভিস থাকলেও চলাচল উপযোগী আছে মাত্র ৪০ থেকে ৫০ টির কাছাকাছি। যার কারণে প্রতিদিন জনদূর্ভোগ লেগেই থাকে। এ অবস্থায় গণপরিবহনের সংকট যাতে না হয়, সে জন্য স্থানীয় সাংসদ ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সুপারিশ নিয়ে ‘বিআরটিএ’র কাছে গত ২ বছর আগে আবেদন করেন চট্টগ্রাম পিএবি সড়ক বাস মালিক সমিতি। করোনার কারণে বিষয়টি এতো দিন এগোয়নি।
পিএবি সড়ক বাস মালিক সমিতির সভাপতি ভিপি জাফর উদ্দিন চৌধুরী বলেন, মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্টায় আনোয়ারা ও কর্ণফুলীর গণপরিবহণ সংকট নিরসনে স্পেশাল বাস চালানোর অনুমতি পেয়েছি। প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত আনোয়ারা থেকে নিউমার্কেট জিপিও পর্যন্ত ২০ টি বাস চলবে। আনোয়ারা সদর, চাতরী চৌমহনী বাজার, শিকলবাহা ক্রসিং ও মইজ্জ্যারটেকে ৪ টি স্টেশন থাকবে। প্রাথমিক ভাবে এর ভাড়া ধরা হয়েছে ৫০ টাকা। পরবর্তি স্টেশনে ১০ টাকা হারে ভাড়া কমবে।
আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী জানান, আনোয়ারা ও কর্ণফুলীর গণপরিবহণ সংকট নিরসনে মাননীয় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির প্রচেষ্টায় চট্টগ্রাম নগর পর্যন্ত বাস সার্ভিস চালু করেছে। এতে করে জনদূর্ভোগ কমবে।
Discussion about this post