বৃদ্ধা গুলিয়ার জানকে হেয়ার এইড মেশিন উপহার দিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান
আনোয়ারায় একজন শ্রবণ প্রতিবন্ধীকে কানের হেয়ারিং এইড মেশিন উপহার দিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আজ সকালে উপজেলা পরিষদে চেয়ারম্যান এর নিজ কার্যালয়ে তিনি এই উপহার তুলে দেন।
জানা যায়, আনোয়ারা উপজেলার বদলপুরা গ্রামের গুলিয়ার জান (৭৪) দীর্ঘদিন ধরে কানে শুনতে পাননা। সেই খবর উপজেলা চেয়ারম্যান জানতে পেরে তিনি গুলুয়ার জানকে এই হেয়ারিং এইড মেশিনটি আজ তার হাতে তুলে দেন।
গুলিয়ার জান বলেন, আমি আজ খুব খুশি। আমি চেয়ারম্যান এর দেওয়া মেশিন দিয়ে আবার ভালো করে কথা শুনতে পারবো।
গুলিয়ার জান এর বড় ছেলে মোহাম্মদ হারুন বলেন,আমার মাকে আজ উপজেলা চেয়ারম্যান একটি কানের মেশিন উপহার দিয়েছেন। আমার মা আবার কানে শুনতে পারবে। আমার পরিবার চেয়ারম্যান এর কাছে কৃতজ্ঞ।
উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বলেন, আমি জানতে পারি এই বয়স্ক মহিলা কানে শুনতে পাননা। তাই আজ তাকে আমি একটি হেয়ার এইড মেশিন দিলাম।যাতে করে উনি ভালো করে সবার কথা শুনতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা পল্লি বিদ্যুৎ এর ডিজিএম জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বকুল প্রমুখ।
Discussion about this post