মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশে আম পাড়াকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে বিলকিছ খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত বিলকিছ উপজেলার ১ নং কাঞ্চনাবাদ ইউপি’র ৬ নং ওয়ার্ডের মাইজ পাড়ার মৃত সাহেব মিয়ার স্ত্রী।
সংশ্লিষ্ট পুলিশ থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মে) সকাল ১১ টার দিকে আম পাড়াকে কেন্দ্র করে বিবাদীর লাঠির আঘাতে বৃদ্বা গুরতর আহত হয়। সোমবার ( ২২মে ) রাতে অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু ঘটে।
এঘটনায় একই এলাকার ইসমাঈলের ছেলে আলী আসকর, আসকরের স্ত্রী আমেনা ছেলে জুয়েল কে আসামী করে চন্দনাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান, ” লাশের সুরতহাল প্রতিবেদন করে মর্গে প্রেরণ করা হয়েছে। আসামি আলী আসকর ও আমেনা বেগম কে গ্রেপ্তার করা হয়েছে”। অপর আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান।
Discussion about this post