অধিকার ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার কোনো ষড়যন্ত্র কোনোভাবেই বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি।
তিনি বলেছেন, বিএনপি-জামায়াতের যদি এই দেশটা পছন্দ না হয় তাহলে তারা তাদের প্রিয় দেশে চলে যাক; কিন্তু বাংলাদেশে থেকে, ডিজিটাল বাংলাদেশের সকল সুবিধা নিয়ে কিভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার দুঃসাহস দেখায়?’
ওয়াসিকা বলেন, রাজশাহী বিএনপির এই লোকের বিরুদ্ধে বাংলাদেশের প্রতিটি থানায় মামলা হওয়া উচিত।
সোমবার (২২ মে) বিকেল ৩টায় চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় দলীয় কার্যালয় চত্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ওয়াসিকা বলেন, বিএনপি-জামায়াত বাকস্বাধীনতার নামে প্রকাশ্যে এই ধরনের হুমকি দেয়ার দুঃসাহস পায় কিভাবে? বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী বেঁচে থাকতে তাদের এই নোংরা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মির্জা কছির উদ্দিন, প্রদীপ দাশ, অ্যাডভোকেট জহির উদ্দিন, মোছলেহ উদ্দিন মনসুর, আবু জাফর, নুরুল আবছার চৌধুরী প্রমুখ।
Discussion about this post