আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক দুর্ঘটনায় সমীর কান্তি বিশ্বাস (৫২) নামে এক পথচারী নিহত হয়েছে।
সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১১টার দিকে পিএবি সড়কের সিংহরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলাউদ্দীন।
জানা যায়, নিহত সমীর কান্তি বিশ্বাস উপজেলার ৮নং চাতরী ইউনিয়নের সিংহরা গ্রামের মৃত ননীলি বিশ্বাসের ছেলে। নিহত সমীর কান্তি বিশ্বাসের তিন কন্যা সন্তান রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।
এদিকে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরের দিকে সমীর কান্তি বিশ্বাস সাইকেল নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সমীর কান্তির সাইকেলকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় সমীর। পরে আহত সমীরকে স্থানীয় শোলকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে রেফার করে। পরে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুনুর রশীদ বলেন, দুপুর ১২টার দিকে সড়ক দূর্ঘটনায় আহত এক রোগীকে আনা হয়েছে। অবস্থা খুব আশঙ্কাজনক হওয়ায় আমরা তাকে চমেকে রেফার করছি। শুনছি সেখানে তার মৃত্যু হয়েছে।
Discussion about this post