মোহাম্মদ ওমরফারুক চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে পাহাড়ের মাটি কাটায় মোহাম্মদ বোরহান (৩১) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক। এ সময় মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়।
২১ মে রোববার গভীর রাতে চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় চন্দনাইশ-পটিয়া সীমান্তে এ অভিযান চালানো হয়। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চন্দনাইশ উপজেলার বিভিন্ন পাহাড়ি এলাকায় অবৈধভাবে মাটি কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে অসাধু কিছু মাটিকেকোর। এই মাটিকেকোররা রাতের আঁধারে এসব অবৈধ মাটি কাটার কাজ করে। গোপন সংবাদের ভিত্তিতে ২১ মে রোববার রাতে পূর্ব এলাহাবাদ, কাঞ্চননগর এলাকায় চন্দনাইশ-পটিয়া সীমান্তে এই অভিযান চালিয়ে একজনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয় ও মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক বলেন, অবৈধভাবে পাহাড়ি মাটি কাটার দায়ে এক জনকে এক মাসের কারাদণ্ড ও মাটিভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
Discussion about this post