মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনেইশে মিনি ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছেন ২২শে মে সোমবার সকালে উপজেলার বরমা বৈলতলী সড়কের বরমা যতরমুখ এলাকায় পরীক্ষার হলে যাওয়ার সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে আহতরা হলেন ৬ নং বৈলতলী ইউনিয়নের মোহাম্মদ কাশেমের ছেলে মোহাম্মদ ইফাস (১৬) মোহাম্মদ আবদুল সালামের ছেলে মোহাম্মদ শাওন (১৬) ৫ নং বরমা বাতাজুরী এলাকার আবদুর নবীর ছেলে মোহাম্মদ আমিন (১৭) মোহাম্মদ আনোয়ার এর ছেলে সিএনজি চালক মোহাম্মদ হাবিব (২২) আহতদের স্থানীয়রা উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
Discussion about this post