শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯১ তম আবির্ভাব দিবস অনুষ্ঠিত
আনোয়ারা পশ্চিম রায়পুর শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম কর্তৃক আয়োজিত ত্রিকালদর্শী শিব কল্প মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯১ তম শুভ আবির্ভাব দিবস পালিত হয়েছে।
মন্দির কমিটির উপদেষ্টা শ্রীযুক্ত বাবু উৎপল দত্ত এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রঞ্জন দত্ত সুব্রত এর সঞ্চলনায়
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুপন সিকদার সুমন,এডভোকেট খোকন আইচ অমিত,অর্থ সম্পদক শ্রীমান শাপলু দে, মহিলা সম্পাদিকা রাধিকা দাশ, ডাঃ নিত্য হরি, জহরলাল শীল, ডাঃ রুবেল শীল স্হানীয় ব্যক্তি বর্গ সহ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে শ্রীমদভগবদগীতা পাঠ ও বাবার জীবনী নিয়ে আলোচনা লোকনাথ ভজন ,ও হরিনাম সংকীর্ত্তন ,অন্ন প্রসাদ আস্বাদন ও বিশ্বশান্তি মঙ্গলকামনায় পরম করুনাময় মহান সৃষ্টিকর্তার রাতুল চরণে সমবেত প্রার্থনা করা হয়,গীতা পাঠক হিসেবে ছিলেন পটিয়া উপজেলার কৃতিসন্তান বিশিষ্ট গীতা পাঠক মিশন দত্ত সপু , এবং সোভন রায় ও তার দল ,
Discussion about this post