আব্দুর রাজ্জাক: রংপুরের মিঠাপুকুরে ১৬ নং মির্জাপুর ইউনিয়নের রতিয়া (মডেল গ্রামের) রতিয়া কালী মন্দিরের দরজা ভেঙ্গে তিনটি মুর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা
এবিষয়ে উক্ত মন্দিরের সেবায়েত মৃত চন্দ্র কান্ত বর্মনের পুত্র শ্রী বিভূতি ভূষন বর্মন (৫১) বাদী হয়ে গত (৬ মে ২০২৩) মিঠাপুকুর থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন, মামলা নং ২০। এজাহার সুত্রে জানা যায় উক্ত কালী মন্দিরের সেবায়েত গত (১ মে ২০২৩) সকাল অনুমান ০৯.০০ সময়ে প্রার্থনা করে মন্দিরের দরজা বন্ধ করে বাড়ীতে আসেন, পরবর্তীতে গত(৫ মে ২০২৩) বিকাল অনুমান ০৫.০০ সময়ে সেবায়েত উক্ত মন্দিরে প্রার্থনা করার জন্য গিয়ে দেখে মন্দিরের গ্রীলের দরজার হ্যাজবল ভাঙ্গা ও দরজা খোলা তখন ভিতরে প্রবেশ করে দেখে মা কালী প্রতিমার মাথা, শিব প্রতিমার মাথা, মা শীতলা প্রতিমার মাথা সহ প্রতিমার বাহন সমুহ ভাঙ্গা, তখন তার আত্তচিৎকারে আসেপাসের লোকজন আগাইয়া আসিয়া ঘটনা দেখেন এবং শোনেন ও অনুমান করেন যে (১ মে ) সকাল ০৯.০০ সময়ের পর থেকে (৫ মে) বিকাল ০৫.০০ সময়ের পুর্বে যে কোনো সময়ে এই ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের সভাপতি অ্যাড রবীন্দ্র ঘোষ জানান, মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি)নিকট ঘটনার বিষয় মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বলেন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। বি ডি এম ডাব্লুর সভাপতি এহেন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় এনে ন্যায় বিচারের দাবি করেন।
Discussion about this post