আনোয়ারা প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নয় বছরের এক শিশু ধর্ষণের চেষ্টায় মোঃ মফিজুর রহমান (২০) নামের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৪ মে) বিকাল ৪টার দিকে থানার অফিসার ইনচার্জ (ওসি)র নেতৃত্বে অভিযান পরিচালনা করে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মফিজুর রহমান বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ গ্রামের আইয়ুব আলীর পুত্র।
থানা সূত্রে জানা যায়, লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজ বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, গ্রেপ্তারকৃতকে নারী ও শিশু নির্যাতন দমন আইন,২০০০ এর ৯(৪)(খ) এ মামলা রুজু করা হয়েছে।
Discussion about this post