আনোয়ারার পারকিতে ভেসে আসলো মরা ডলফিন। দ্রুত না সরালে পরিবেশ নষ্ট হবে।
চট্টগ্রামের আনোয়ারার পারকি সৈকতে ভেসে এসেছে মরা ডলফিন। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে এটি দেখতে পান পর্যটক ও স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে জোয়ারের পানি নামার পর সৈকতের পশ্চিম পাশে দেখা যায় ডলফিনটি। ওই সময় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
তারা জানান, ডলফিনটির প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা আর প্রস্থে দুই ফুটের বেশি। তবে মারা যাওয়া ডলফিনের শরীরের বিভিন্ন স্থান দিয়ে ঝরছিল রক্ত।
বিষয়টি নিশ্চিত করেন বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। তিনি বলেন, বিকেলে সৈকতে ডলফিনটি দেখা যায়। এটি দ্রুত সরানো দরকার। নইলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়বে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো অর্ডিনেটর অধ্যাপক মনজুরুল কিবরিয়া বলেন, ভেসে আসা ডলফিনটি বিপন্ন জাতের ‘ইরাবতি ডলফিন’ নামে পরিচিত। এটি বিপন্ন তালিকার ডলফিন। এটি কেন মারা গেল তা জানা দরকার।
Discussion about this post