আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রশস্ত্রসহ চার যুবককে আটক করেছে আনোয়ারা থানা পুলিশ।
বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত ১১টার সময় উপজেলার আনোয়ারা-চন্দনাইশ পিএবি সড়কের শোলকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার মোঃ সেলিমের ছেলে মেহেদী হাসান ফয়সাল (২২), মোঃ সেলিমের ছেলে মো আকিব (১৯), বাঁশখালী উপজেলার বৈলগাঁও গ্রামের মোঃ ওসমানের ছেলে খোরশেদ (২৭), বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের আনোয়ার আজিমের ছেলে মোঃ রিদুয়ান (২১)।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মুহাম্মদ হাসান বলেন, রাতে ডাকাতির প্রস্তুতি সময় চার যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টাসহ অস্ত্র মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য আদালতে প্রেরণ করা হবে। আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র ও ছিনতাই মামলা রয়েছে বলেও তিনি জানান।
Discussion about this post