আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় ওরস থেকে ডেকে নিয়ে সাজ্জাদ হোসেন (২১) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুস সামাদ, মোজাফ্ফর, ইসলাম ও রাসেল নামের চার যুবকের বিরুদ্ধে।সোমবার (৮ মে) রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের হাদিরপুকুরপাড় এলাকার মাঝির স্কুলের সামনে শ্বাসরোধ করে সাজ্জাদকে হত্যা করা হয়েছে বলে দাবি নিহতের স্বজনদের।
জানা যায়, নিহত সাজ্জাদ ছোটবেলায় মাকে হারায়। মা মারা যাওয়ার পর আনোয়ারা উপজেলার বৈরাগ এলাকায় বড় খালার বাড়িতে সে বড় হয়। সম্প্রতি তার বিদেশ যাওয়ার কথা ছিল। পড়ালেখা করে পাশাপাশি টুকটাক কাজ করত সাজ্জাদ।
নিহত সাজ্জাদের মামা শাহজাহান জানায়, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে সে স্থানীয় একটি মাজারের ওরসে ছিল। সেখান থেকে কাজ আছে বলে মোবাইলে হাদিরপুকুরপাড় মাঝির স্কুলের সামনে ডেকে নিয়ে যায় এলাকার স্থানীয় আব্দুস সামাদ, মোজাফ্ফর, ইসলাম ও রাসেল। পরে সেখান থেকে একটি ঘরে নিয়ে গিয়ে তারা আমার ভাগিনাকে মেরে ফেলেছে।
জানা যায়, ঘটনার পর থেকে আব্দুস সামাদ, ইসলাম, রাসেল, মোজাফফররা পলাতক রয়েছেন।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মুহাম্মদ হাসান বলেন, বিষয়টি আমরা অবগত নই। তাই বিস্তারিত বলা যাচ্ছে না। বিষয়টা আমরা তদন্ত করে দেখছি।
Discussion about this post