মোহাম্মদ ওমরফারুক : চন্দনাইশ প্রতিনিধি
গতকাল সোমবার ৮ মে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশ উপজেলার আওতাধীন হাশিমপুর ইউনিয়নে কৃষকের পাকাধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রলীগের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কৃষকের পাশে দাড়িয়েছে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ।
এতে চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলমগীরুল ইসলামের নেতৃত্বে ধান কাটা কর্মসূচি তে অংশগ্রহণ করেন চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, মাসুদ চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক, কাউছার আলম রিফাত, উপজেলা ছাত্রলীগ নেতা,আবছার ফারুকী ,মোহাম্মদ সজিব,ইমরান হাসান সাঈদ,ইমরান হোসেন জিশান , ইমতু,মোসলেম উদ্দিন মুন্না, মনজুর, রিয়াজ,তৌহিদ সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ’রা।এই সময় সংগঠনের সভাপতি আলমগীরুল ইসলাম বলেন; আমরা বাংলাদেশ ছাত্রলীগ,চন্দনাইশ উপজেলা শাখা বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং কেন্দ্র ও জেলা ছাত্রলীগের নির্দেশে করোনা মহামারির ন্যায় এবারও কৃষকের পাশে দাঁড়িয়েছি। তাছাড়া দেশ ও দেশের মানুষের যেকোনো ক্রান্তিলগ্নে আমরা সর্বদা পাশে থাকার জন্য প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।’
Discussion about this post