আনোয়ারা প্রতিনিধি : মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি আনোয়ারা – কর্ণফূলী থেকে বারবার নির্বাচিত সাংসদ প্রয়াত আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭৮ তম জন্মদিন পালিত হয়েছে।
জন্মবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার (০৩ মে) বিকেলে দোয়া মাহফিল, কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
আনোয়ারার হাইলধরস্থ বাড়ির জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক জসিম উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।পরে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাব উদ্দিন, ছগীর আহমদ আজাদ, আব্দুল মালেক, বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ, হাইলধর ইউপি চেয়ারম্যান মোঃ কলিম উদ্দিন, পরৈকোড়া ইউপি চেয়্যারমান আজিজুল হক চৌধুরী বাবুল, হাফেজ আবুল কাশেম, মোঃ ইলিয়াছ, নজরুল ইসলাম বকুল, উপজেলা যুবলীগের আহ্বায়ক শওকত ওসমান, হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বরুমছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শাহাদাত হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক মিজানুর রহমান সেলিম, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাব উদ্দিন,সাধারণ সম্পাদক আবু হানিফ, পরৈকোড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সেলিম, চ্ট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি নুরুল আবছার তালুকদার, যুগ্ন সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার,উপজেলা শ্রমিকলীগের সহ সভাপতি মামুনুর রশিদ, আনোয়ারা উপজেলা যুবলীগ নেতা এম নজরুল ইসলাম রেজাউল করিম আনিস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিদুওয়ানুল হক সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post