আনোয়ারা প্রতিনিধি :ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে কর্মরত ক্যাজুয়াল শ্রমিকদের দৈনিক ভিত্তিতে নিয়োগ বাস্তবায়ন ও আউট সোর্সিং প্রক্রিয়ার বেতন কাঠামো নির্ধারণ বন্ধের দাবিতে ক্যাজুয়াল শ্রমিকরা মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের সামনে মেইন গেটে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ক্যাজুয়াল শ্রমিকরা।
মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকেরা জানান, ‘বিগত ২০০৯ সালে ৩৫তম বোর্ড ও ২০১৬ সালে ১১৭তম বোর্ড সভায় ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারীদের নিয়োগ বাস্তবায়ন করার জন্য বলা হয়। কিন্তু ডিএপিএফসিএল কর্তৃপক্ষ বিভিন্ন নিয়োগ বাণিজ্য করে অনভিজ্ঞ অযোগ্য লোক নিয়োগ প্রদান করে। বর্তমানে নতুন করে আউট সোর্সিং নামে বেতন কমানোর পায়তারা শুরু করে তাদের পেটে লাথি মারার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ। এ আউট সোর্সিং প্রক্রিয়া বেতন কাঠামো নিধারণ বন্ধ করতে হবে।
Discussion about this post