অধিকার ডেস্ক :চট্টগ্রামের চন্দনাইশে দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে বেদমভাবে মারধর করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এব্যপারে গত ১ মে সন্ধায় জান্নাতুল আঁখি (২৭) বাদী হয়ে ২জনের নাম উল্লেখ করে চন্দনাইশ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় দায়ের করা অভিযোগ ও নির্যাতনের শিকার জান্নাতুল আঁখির সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ৮/৯ বছর আগে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কানাইমাদারী আর্দশ পাড়া এলাকার মৃত নুরুল ইসলাম এর ছেলে মো.মনিরুজ্জামান (৩৮) এর সাথে একই এলাকার মো.তৈয়ব মিয়ার মেয়ে জান্নাতুল আঁখি’র বিয়ে হয়। বর্তমানে তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে প্রায় সময় তার ননদ জান্নাতুল ফেরদৌসের প্ররোচনায় ও সহযোগিতায় নানান অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। প্রতিদিনের ন্যায় আজও দুপুরে বাড়িতে রান্না করার জন্য চাল-ডাল,বাজার ইত্যাদি আনার জন্য বলা হলে অহেতুক গালিগালাজ করে চুল ধরে টানাহেঁচড়া,কিল,ঘুষি,লাথি মেয়ে মারাত্মক ভাবে জকম করে। পরে তার শোর চিৎকারে প্রতিবেশীরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এব্যাপারে জান্নাতুল আঁখি বলেন, ‘বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী মনিরুজ্জামান তুচ্ছ বিষয় নিয়ে মারধর করেন। আমার ননদ জান্নাতুল ফেরদৌসের প্ররোচনায় ও সহযোগিতায় তার কথামতো যৌতুকের টাকা দাবি করেন। আমার বর্তমানে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। সন্তানের কথা চিন্তা করে অনেক নির্যাতন সহ্য করেছি। আমি এর উপযুক্ত বিচার চাই।
Discussion about this post