শর্মিলা কর : চন্দনাইশ
চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব সুচিয়া শীল পাড়ায় গত ২৮ এপ্রিল শুক্রবার রাতে পূর্ব সুচিয়া সার্বজনীন নারায়ণ সংঘের উদ্যোগে এক শ্রীমদ্ভগবতগীতা পাঠ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পূজা পরিষদের সভাপতি বলরাম চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ সাংবাদিক ঐক্য ফোরামের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার চন্দনাইশ প্রতিনিধি মোহাম্মদ ওমরফারুক, দোলন শীল, সুজন শীল, প্রমুখ। অন্যানদের মধ্যে সংগঠনের সদস্য আকাশ শীল,সানি চক্রবর্তী,হৃদয় শীল,তন্ময় শীল,যীশু শীল,মিশু শীল,পলাশ শীল,নোবেল শীল,দূর্জয় শীল,হৃদয় শীল,বিজয় শীল,ঋসু শীল, রবিন শীল,টিকলু শীল প্রমুখ।
Discussion about this post