আনোয়ারা প্রতিনিধি :মানহানি করার অপচেষ্টার প্রতিবাদে আনোয়ারা থানায় একটি সাধারণ ডায়রি করেছেন আনোয়ারা উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও ৪ নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান চৌধুরী।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) লিখিত সাধারণ ডায়রিতে তিনি উল্লেখ করেন,গতকাল তিনি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জানতে পারেন যে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি স্মারকে যার নাম্বার ৪৬০০,৮৯০০,০১৭,৮৮,২০২০ মূলে গত ১৩ই এপ্রিল সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান এর স্বাক্ষরে একটি প্রজ্ঞাপনে তাকে ৪ নং বটতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যাচাই করে দেখেন যে,প্রজ্ঞাপনটি মিথ্যা এবং বানোয়াট।ডায়রিতে তিনি আরো উল্লেখ করেন, আমার এবং আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার হীনমানষে এই ধরনের মিথ্যা বানোয়াট চিঠি তৈরি করে আমার এবং আমার দলের মানহানি করার অপচেষ্টা করছে।ডায়রিতে তিনি এর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবী জানান।
এই বিষয়ে জানতে এম এ মান্নান চৌধুরীর সাথে ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।
সাধারণ ডায়রির বিষয়ে জানতে চাইলে, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা মোহাম্মদ হাছান টেলিফোনে জানান,এই বিষয়ে তারা একটি সাধারণ ডায়রি পেয়েছেন,আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইশতিয়াক ইমন টেলিফোনে জানান,তারা এই প্রজ্ঞাপনটি যাচাই করে দেখেছে এবং এটা একটা মিথ্যা এবং বানোয়াট বলে প্রমানিত হয়েছে।
Discussion about this post