হাসপাতাল হোক তবে সিআরবিতে নই
ইট, বালি পাথরের ব্যস্ততার শহরে প্রতিনিয়ত পরিবেশ ধব্বংস করছি আমরা নিজেরাই।
যার ফলে সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক বিপর্যয়ের স্বীকার হচ্ছে পুরো পৃথিবী। আমরা একদিকে মুখে পরিবেশবাদী হলেও অন্যদিকে সুবিধাবাদী। নিজেদের স্বার্থেই খেলার মাঠ,দিঘী,জলাশয়,পার্ক,সিনেমা হল,বিনোদন কেন্দ্রের অধিকাংশই এখন বাণিজ্যিক স্হাপনায় পরিণত হয়ে যাচ্ছে। অনেক পাহাড় নির্বিঘ্নে কেটে ভবনসহ নানা স্হাপনায় পরিণত হচ্ছে। আমরা স্বার্থের জন্যে সবুজের পক্ষে উদাসীন মনোভাবের। তবে কি আমরা সবুজ বাঁচিয়ে নিজেরা বিশুদ্ধ শ্বাস নিতে কৃপনতা দেখাচ্ছি? নাকি সবুজের জন্য ভাববার সময় পাচ্ছিনা। কিছু মানুষ আছে যারা সবুজের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। আগামী প্রজন্মের জন্য কিছুটা হলেও বিশুদ্ধ অক্সিজেনের কথা চিন্তা করে লড়ে যাচ্ছে স্বার্থহীনভাবে। ছোবলের আঘাতে সবুজকে ধব্বংস করতে করতে আজ শেষ আঘাতটা করতে যাচ্ছে চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে।আসুন সিআরবিকে বাঁচান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য।
না হয় এর দায় বয়ে বেড়াতে হবে যুগ যুগ ধরে।
হাসপাতাল আমাদের দরকার
তবে সিআরবিকে করে কেন ছারখার।
অন্তরচক্ষু দিয়ে একবার শতবর্ষী গাছগুলোর দিকে দেখুন, সবুজের মহাসমারোহে হৃদয় শীতল হবে নিঃসন্দেহে।
Discussion about this post