চন্দনাইশ প্রতিনিধি :চট্টগ্রামের চন্দনাইশে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ এপ্রিল সন্ধায় চৌধুরী পাড়া খলিফা পুকুর পাড় ঈদগাহ ময়দানে এই ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চন্দনাইশ পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোজাম্মেল হক চৌধুরী। চন্দনাইশ পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর নুরুল ইসলাম বাচা ও জাহিদুর রহমান চৌধুরী যৌথ সঞ্চালনায় উক্ত ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রফেসর ইসহাক উদ্দিন চৌধুরী,শেখ টিপু চৌধুরী,মীর মাহমুদ আলী চৌধুরী,প্রফেসর শাহ রিদওয়ান চৌধুরী,মাহবুবুর রহমান চৌধুরী,মাষ্টার ইছমাইল চৌধুরী,মনজুর আলম চৌধুরী,ফরিদুল ইসলাম চৌধুরী,এম এম মোরশেদ চৌধুরী,জিন্নাত আলী চৌধুরী,ওবায়দুল করিম চৌধুরী বাহাদুর,মো.সেলিম চৌধুরী,মো.সাজ্জাদ চৌধুরী, বোরহান উদ্দিন ফারুকী প্রমুখ। এসময় বক্তারা বলেন,পবিত্র ঈদুল ফিতরের পর নিজেদের মধ্যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে এই ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা যেন রূপ নিয়েছিলো এক মিলনমেলার। আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা নানান উন্নয়নমূলক কার্যক্রম করে আসছি। তার মধ্যে রয়েছে শিক্ষা সহায়ক,বৃত্তিদান,দু:স্থ অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা, এলাকায় মাদক নিয়ন্ত্রণ কর্মসূচি গ্রহণ,ইভটিজিং মুক্ত সমাজ গঠন সহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ করে আসছে। তাই আমরা চাই পরিষদের সংবিধান ও নিয়ম শৃঙ্খলা মেনে আরো ব্যাপক উন্নয়নমূলক কাজ সম্পাদন করে পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদকে যুব সমাজের কাছে রোল মডেল হিসেবে তৈরি করা।
Discussion about this post